মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নকে প্রাধান্য দিয়েছেন। সে কারনেই রূপসা শিপইয়ার্ড বাইপাস সড়কে তৃতীয় বারের মত তিনি ২৫৯ কোটি টাকা অর্থ বরাদ্দ দিয়েছেন। খুলনার সড়ক, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়ন হচ্ছে।
তিনি আরো বলেন, খুলনা এখন উন্নয়নের মহাসড়কে। সবাইকে সঙ্গে নিয়েই দেশ ও জনগণের উন্নয়ন করতে হবে। মনে রাখতে হবে, এককভাবে কোনো সরকারের পক্ষে একটি দেশের উন্নয়ন করা সম্ভব নয়।
তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। সেজন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের উন্নয়নের কথা বুঝিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করতে হবে।
গতকাল শুক্রবার বাদ মাগরিব ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত রেকসোনা কালাম লিলির পরিচিতি ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল ইসলাম মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যড. আইয়ুব আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড় বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, এ্যড মো. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, ফয়জুল ইসলাম টিটো, নজরুল ইসলাম তালুকদার, কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, মোস্তফা কামাল, এ্যড. জেসমিন পারভিন জলি, প্রার্থী রেকসোনা কালাম লিলি, ইকতিয়ার উদ্দিন মোল্লা, সাথী, মাকসুদা আক্তার পাখি, হোসনে আরা বেগম। সভা পরিচালনা করেন শামীমুর রহমান শামীম।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল ১০টায় লবণচরায় ইসলামাবাদ ইব্রাহীমিয়া এতিমখানা ও হিফজুল কুরআন মাদ্রাসার ফাতেমা খাতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি