সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার নেতৃবৃন্দ বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত প্রি-পেইড মিটার সংক্রান্ত ওজোপাডিকো কর্তৃপক্ষের বক্তব্য শাক দিয়ে মাছ ঢাকার সামিল। প্রি-পেইড মিটারের অসংখ্য অসংগতি, অনিয়ম, কতিপয় কর্মকর্তার দুর্নীতি, লুটপাট প্রভৃতি পাশ কাটিয়ে অনেকটা সরকারের উপর দোষ চাপিয়ে সরকারি সিদ্ধান্তের দোহাই দিয়ে তাদের বিভিন্ন ভিত্তিহীন পরিকল্পনার কথা তুলে ধরে গ্রাহকদের সীমাহীন দুর্ভোগের বিষয়টি সম্পূর্ণ পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তর না দিয়ে কিছু কিছু প্রশ্নের দায়সারা জবাব দিয়ে প্রশ্নবাণে জর্জরিত হয়ে নাজেহাল অবস্থায় দ্রুত অবস্থান ত্যাগ করেন ওজোপাডিকোর কর্মকর্তারা। সমস্যা কথা সমাধানের জন্য ৬ মাস সময় চাওয়া প্রকারান্তরে অভিযোগগুলো মেনে নেয়ারই শামিল। সুতরাং কালবিলম্ব না করে নেতৃবৃন্দ অবিলম্বে দাবিসমূহ মেনে নেয়ার আহবান জানান। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ভুক্তভোগী গ্রাহকদের সাথে নিয়ে আন্দোলন অব্যাহত রাখারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ কোম্পানির এমডি ও সচিবের নিয়োগ প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগ সম্পর্কে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
বিবৃতিদাতারা বলেন, চীনের একটি অখ্যাত কোম্পানির নিকট থেকে মোটা অঙ্কের কমিশনের বিনিময় মিটার আমদানীর বিষয়টিও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিদাতারা হলেন, সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার আহবায়ক এড. কুদরত-ই-খুদা, খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এড. মোমিনুল ইসলাম, জাতীয় মহিলা আইনজীবী সমিতির এড. তছলিমা খাতুন ছন্দা, নারীনেত্রী সিলভী হারুন, ব্লাস্টের এড. অশোক কুমার সাহা, বেলার মাহফুজুর রহমান মুকুল, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ নাসির উদ্দিন, নিরাপদ সড়ক চাই নিসচা’র জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, আইন ও অধিকার বাস্তবায়ন ফেরাম-এর খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব রোটাঃ হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, লোক চেতনার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ ইলিয়াস, শিক্ষক নেতা নিতাই পাল, উন্নয়ন সংগঠক মেরিনা যুথী, মাহবুব আলম বাদশা, বীর মুক্তিযোদ্ধা এবারত আলী, অধ্যাপক লুৎফর রহমান, সজল আহমেদ আলী, নারী নেত্রী হাসিনা গফফার প্রমুখ।খবর বিজ্ঞপ্তিরঃ