সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা ওয়েবস বিউটি সেলুন এ্যান্ড মেক আপ স্টুডিওর উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনা ওয়েবস বিউটি সেলুন এ্যান্ড মেক আপ স্টুডিওর উদ্বোধন

নগরীর নিরালা মোড়ে বুধবার সন্ধ্যায় ওয়েবস বিউটী সেলন এ্যান্ড মেক আপ স্টুডিওর ২য় শাখা উদ্বোধন করা হয়েছে।
বিউটী সেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত মেক আপ এ্যান্ড গ্রুমিং এক্সপার্ট, পারসোনা এর প্রতিষ্ঠাতা মিসেস কানিজ আলমাস খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিসেস শামীমা সুলতানা শীলু (ডিভিশনাল প্রধান, বি ডব্লিউ সি সি আই, খুলনা), মিসেস হাস্না হেনা (ডেপুটি ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অব উইমেন্‌স্ এ্যাফেয়ার্স্, খুলনা) এবং মিসেস মুর্শীদা আক্তার রনি ( চেয়ারপার্সন, জাহানাবাদ সী ফুড্স লিঃ)।
এ সময় বক্তারা বলেন, অত্যন্ত আধুনিক আঙ্গিকে মহিলাদের গ্রুমিং আপের জন্য সকল উপকরণ এবং মডার্ণ ডিভাইস দিয়ে সাজানো হয়েছে এই সেলনটি। সমগ্র সেলনটি পাচটি কক্ষে ভাগ করে প্রদান করা হচ্ছে প্রয়োজনীয় সেবা। রিসিপশন এ্যান্ড ওয়েটিং রুম, মেক আপ এ্যান্ড গ্রুমিং রুম ম্যানিকিউর/পেডিকিউর রুম, ফেসিয়াল, স্পা এ্যান্ড মাসাজ রুম এবং হেয়ার কাট এ্যান্ড হেয়ার স্টাইলিং রুম সহ অন্যান্য সকল সুবিধাদি সম্বলিত এই সেলনটি সেবা গ্রহণ প্রত্যাশিদের সার্বিক কম্ফোর্ট নিশ্চিত করে তৈরী করা হয়েছে। রাখা হয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং মেক আপের জন্য আধুনিক, পরীক্ষিত এবং উন্নত মানের সকল প্রোডাক্ট, যার মাধ্যমে বিশ্ব মানের সেবা এই সেলনটিতে প্রদান করা হয়।

সেলনটি সম্বন্ধে এই প্রতিষ্ঠানের ওউনার এবং ম্যানেজিং ডাইরেক্টর ফারহানা মিম্মা বলেন, “ঢাকার পরে আমার প্রতিষ্ঠানের ২য় শাখা আমি আমার হোম টাউন খুলনায় প্রতিষ্ঠিত করলাম। আধুনিক ও উন্নত মানের প্রত্যাশিত সেবা থেকে খুলনার বোনেরা যাতে পিছিয়ে না থাকে, সেই চিন্তাধারা থেকেই এই সেলনটি করা। আমি গতানুগতিক ও প্রচলিত সার্ভিস এর বাইরে সেবা প্রত্যাশীদের জন্য আধুনিক উপকরণ এবং ডিভাইসের মাধ্যমে এই সেলনটি সাজানোর চেষ্টা করেছি এবং সর্বোচ্চ সেবা প্রদানের জন্য আমি অঙ্গীকারবদ্ধ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : পরওয়ার

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

জেসিআই ঢাকা সিগনেচার’র লোকাল প্রেসিডেন্ট সুমন সাহা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।