সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার'র পদত্যাগ দাবি শিক্ষার্থীদের | চ্যানেল খুলনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার’র পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসময় বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত শিক্ষার্থীরা প্রশাসনের হুমকি ও নিপীড়নের স্বীকার হয়েছে এবং বিভিন্ন শিক্ষকরাও রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার (শাহজাহান)কে সহযোগিতা করেছেন। এমনকি তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিশনের ১৬ই জুলাই, ২০২৪ তারিখে ৩৭.০১.০০০০.০৩১.৯৯.০০৪.২১.৩১৭ স্মারক পত্র মোতাবেক কোন সিন্ডিকেট মিটিং করা ছাড়াই ভিসি ও রেজিস্টার ছাত্রদের হল ত্যাগের আকস্মিক নির্দেশনা জারি করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের নিরাপত্তার বিষয়টি মাথায় না রেখে কোন সিন্ডিকেট মিটিং করা ছাড়াই ভিসি ও রেজিস্টার তাদের জোরপূর্বক হল ত্যাগে বাধ্য করেন। যেটা কোন ভাবেই বিশ্ববিদ্যালয় আইনসম্মত নয়।
শিক্ষার্থীদের এই আন্দোলনের শুরু থেকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্টার খন্দকার মাজহারুল আনোয়ার (শাহজাহান) বিভিন্নভাবে প্রতিকূল অবস্থান তৈরি করেছেন । তিনি বিভিন্ন সময় নিয়োগ বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি ও বিশ্ববিদ্যালয় কে একচ্ছত্র দলীয়করণের মাধ্যমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছে। বিশ্ববিদ্যালয়টিতে যোগ্যতা না থাকা সত্ত্বেও রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে খন্দকার মাজহারুল আনোয়ারকে। বিষয়টি নিজে স্বীকারও করেছেন।
খুকৃবির নিয়োগ নীতিমালা অনুযায়ী, রেজিস্ট্রার হতে হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এডিশনাল রেজিস্ট্রার/সমমান পদে চার বছর এবং ডেপুটি রেজিস্ট্রার/সমমান পদে চার বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু খন্দকার মাজহারুল আনোয়ারের চাকরির বয়স মোট ১৩ বছর হলেও তিনি যোগসাজশের মাধ্যমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে লাইক, কমেন্ট, পোস্ট, শেয়ার করা শুরু করেছে, তখন তিনি তার অনুগত লোকদের দিয়ে বিভিন্ন শিক্ষার্থীকে, লাইক, কমেন্ট, পোস্ট ইত্যাদি শেয়ার করা হতে বিরত থাকতে বাধ্য করেছেন।

এজন্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের তরুণ সংগ্রামী শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সফল হওয়ার পর, এই দুর্নীতিগ্রস্ত রেজিস্টার খন্দকার
মাজহারুল আনোয়ার (শাহজাহান) কে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়ে গতকালই চাকরি হতে অব্যহতি দাবি করছে। কিন্তু ২৪ ঘন্টা অতিবাহিত
হওয়ার পরও তার পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। যদি তিনি স্বেচ্ছায় চাকরি হতে অব্যহতি না করেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা পরবর্তীতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে  ডি-নথির ব্যবহার প্রয়োজন : উপ-উপাচার্য

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

খুলনায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

খালিশপুরে জামায়াতে ইসলামীর সাধারণ সভা

যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।