খুলনা বড়বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির এক জরুরী সভা আজ বুধবার (২৪ আগষ্ট) সকাল ১১ টায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আব্দুর রব মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সম্মানিত উপদেষ্টা শেখ আসাদুর রহমান, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক সাহেবের শারীরিক সুস্থতা কামনায় আগামী শুক্রবার বাদ জুম্মা বড় বাজার কাছারী ঘাট দারুস সালাম জামে মসজিদে দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।