এশিয়া প্যাসিফিক এক্সেলেন্সি স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন বাংলাদেশী গাজী রিয়াজ। চক্ষু চিকিৎসা বিদ্যায় বিশেষ অবদানের জন্য তিনি টেমস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্যারিস, ফ্রান্স থেকে সম্মানসূচক ডক্টরেটেও ভূষিত হয়েছেন। ২০২৩ সালের ২৮ মে থাইল্যান্ডের দ্য বার্কলে হোটেল ব্যাংককে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে এই ডিগ্রী প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রিয়াজ ১৯৯১ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তার বাবা গাজী আবুল হাসান বহুভাষিক বিশেষজ্ঞ যিনি ২০ বছর ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গাজী রিয়াজ খুলনায় স্কুল-কলেজ জীবন শেষ করেছেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কমিউনিটি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে স্নাতক করেছেন। তিনি বাংলাদেশ থেকে এমপিএইচ এবং মালয়েশিয়া থেকে পিএইচডি করেছেন।
২০১৯ সালে “স্পেকটেকল রিফ্র্যাকশন” এর উপর বই লিখেছেন তিনি। এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা রয়েছে তার। তিনি গত ৮ বছরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও হাসপাতালে কাজ করেছেন। বর্তমানে তিনি জেইস ভিশন সেন্টারের চিফ কনসালটেন্ট অপটোমেট্রিস্ট হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ও এক কন্যা রয়েছে। বর্তমানে তিনি সুবিধাবঞ্চিত মানুষের চোখের যত্নের সুবিধা দেওয়ার জন্য সারাদেশে দৃষ্টি কেন্দ্র গড়ে তোলার কাজ করছেন।