শেখ মাহতাব হোসেন :: বুধবার ১৫ সেপ্টেম্বর, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় খুলনা জেলার প্রকল্পের সুফলভোগীদের সহিত মতবিনিময় ও প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ন চন্দ্র চন্দ,মাননীয় সংসদ সদস্য, খুলনা-৫ ও সাবেক মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সম্নানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, সম্নানিত প্রকল্প পরিচালক, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়),মৎস্য অধিদপ্তর, ঢাকা। আরো উপস্থিত ছিলেন, মোঃ আবু ছাইদ,উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ,খুলনা। সভায় জেলা মৎস্য কর্মকর্তা,খুলনা পাওয়ার পয়েন্টে উপস্থাপনার মাধ্যমে জেলার সার্বিক কর্মকান্ড উপস্থাপন করেন এবং পরবর্তীতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আরো উপস্থিলত ছিলেন জনাব সরোজ কুমার মিস্ত্রী,ডিপিডি, এসসিএমফি,প্রকল্প,খুলনা বিভাগ,খুলনা ও জনাব লুকাস সরকার, ডিপিডি,ইউনিয়ন প্রকল্প,খুলনা বিভাগ,খুলনা ও সকল সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্র সহকারী, বিএফএফইএ এর সহ সভাপতি,আরডি চাষি,সাংবাদিক,রাজনৈতিক প্রতিনিধি প্রমুখ…..। আলোচনা শেষে প্রধান অতিথি ও সম্নানিত অতিথিদেরকে জেলা মৎস্য অফিসার,খুলনা কর্তৃক শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।