সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা রবিবার সকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখা এবং কেউ যাতে মজুদ করে পণ্যের সংকট তৈরি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকার নিদের্শনা দেয়া হয়। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, খুলনা জেলায় গত ফেব্রুয়ারি মাসে রাহাজানি ১টি, চুরি ৪টি, খুন ৩টি, অস্ত্র আইন ৪টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ৫টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, মাদকদ্রব্য ৫৬টি এবং অন্যান্য আইনে ৬৫টি সহ মোট ১৪৯টি মামলা দায়ের হয়েছে। জেলা অধিক্ষেত্রে জানুয়ারি ২০২০ মাসে এ সংখ্যা ছিল ১৫৬টি। খুলনা জেলায় গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে ০৭টি মামলা হ্রাস পেয়েছে।
খুলনা মহানগরীতে গত ফেব্রুয়ারি মাসে রাহাজানি ২টি, চুরি ৭টি, খুন ১টি, অপহরণ ২টি, নারী ও শিশু নির্যাতন ৮টি, নারী ও শিশু পাচার ২টি, মাদকদ্রব্য ১২৯টি এবং অন্যান্য আইনে ২৪টি সহ মোট ১৭৫টি মামলা দায়ের হয়েছে। খুলনা মহানগরী অধিক্ষেত্রে গত জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৭৯টি। খুলনা মহানগরীতে গত জানুয়ারি মাসের তুলনায় ০৪টি মামলা হ্রাস পেয়েছে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, উপপুলিশ কমিশনার এহসান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আনিচুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।