খুলনায় শুরু হয়েছে তিন দিনের ইজতেমা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর ময়ূরী আবাসিক এলাকায় তাবলীগ জামাতের আয়োজনে এই ইজতেমা শুরু হয়। আগামী ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে জেলা ইজতেমা।
খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা জানায়, প্রতিদিন ফজরের পর, যোহর/জুমা বাদ, আসর বাদ ও মাগরিব বাদ দেশ-বিদেশের আলেম-ওলামাগণ বয়ান দিবেন। এবার আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালওয়েশিয়া, ভারতের ভোপালের ৩৬ জন বিদেশী মেহমান অংশ নিয়েছেন।
কন্ট্রোল রুমে নিরাপত্তার দায়িত্ব থাকা হরিণটানা থানার এসআই ইসমাইল হোসেন বলেন, ইজতেমা ময়দানের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সিসি টিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এছাড়া মঞ্চের দুই পাশে দুটি টিম, প্রবেশ পথে আয়োজকদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করছে। প্রধান প্রবেশ পথে টহল টিম দায়িত্ব পালন করছে। ২৪ ঘন্টা তিন সিফটে বিভক্ত হয়ে নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা জেলা ইজতেমাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবেই ইজতেমা সম্পন্ন হবে।
প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ পাড়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।