সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ২ এপ্রিল | চ্যানেল খুলনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ২ এপ্রিল

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ আগামী ২ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। খুলনা জেলা ক্রীড়া সংস্থার এই নির্বাচনের তফসিল ২ মার্চ ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা ৬ মার্চ দুপুর ১২টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সংশোধনের জন্য আপত্তি ও আবেদন গ্রহণ ৮ মার্চ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকার আপত্তির বিষয়ে শুনানী ও নিষ্পত্তি ১০ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এডিসি (শিক্ষা ও আইসিটি) এর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা ১১ মার্চ বিকাল চারটায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র ১৪ মার্চ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত এডিসি (শিক্ষা ও আইসিটি) এর অফিস কক্ষ থেকে বিতরণ করা হবে। প্রতিটি মনোনয়ন পত্রের মূল্য এক হাজার টাকা।

মনোনয়ন পত্র ১৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর অফিস কক্ষে দাখিল করা যাবে। মনোনয়ন পত্র বাছাই ১৮ মার্চ বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। খসড়া প্রার্থী তালিকা ২০ মার্চ দুপুর ১২টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র ২২ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা ২৩ মার্চ বিকাল চারটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভোট গণনা ও বেসরকারি ফলাফল ২ এপ্রিল ভোট গ্রহণের পরে খুলনা জেলা স্টেডিয়াম ভবনে প্রকাশ করা হবে।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের চার জন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন অতিরিক্ত সাধারণ সম্পাদক, দুইজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, ১৩ জন নির্বাহী সদস্য, দুই জন নির্বাহী সদস্য (উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণের জন্য সংরক্ষিত) এবং দুইজন নির্বাহী সদস্য (মহিলা সংরক্ষিত) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর নির্বাচন কমিশনার মোঃ সাদিকুর রহমান খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সকল তথ্য জানানো হয়।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চতুর্থবার নিষিদ্ধ কিউই পেসার, তবে এবার ভিন্ন কারণে

তালেবান নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অস্ট্রেলিয়ায় খেলবে আফগান নারীরা

ফ্রান্স-ইসরাইল ম্যাচ ঘিরে প্যারিসে নিরাপত্তা জোরদার

আফগানদের কাছে হারের দায় উইকেটকে দিলেন মিরাজ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মুতি ফটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবারও শুরু হচ্ছে আফ্রো-এশিয়া কাপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।