খুলনা জেলা ডিবি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপসার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে রূপসা থানাধীন জাবুসা চৌরাস্তার মোড় হতে ৬৫ (পঁয়ষট্টি) প্যাকেট নকল গোপাল বিড়ি সহ ০১ জন আসামি গ্রেফতার।
জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, সাদিয়া ইসলাম এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ মামুন হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১৯/১১/২০২০ খ্রিঃ তারিখ মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান চক্র গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন কুদিরবটতলা অবস্থানকালে গোপনসূত্রে সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, রূপসা থানাধীন জাবুসা চাররাস্তার মোড়ে একজন ব্যক্তি নকল বিড়ি বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ১৯/১১/২০২০ খ্রিঃ তারিখ দুপুর ০২.৩০ ঘটিকার সময় রূপসা থানাধীন জাবুসা চাররাস্তার মোড় হতে আসামি ১। মোঃ মাহামুদ শেখ (৪৭), পিতা- মৃত রহমতউল্লাহ শেখ, সাং-নারায়নপুর, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাকে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে ৬৫ (পঁয়ষট্টি) প্যাকেট নকল গোপাল বিড়ি উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে জনাব, সাদিয়া ইসলাম, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপসা, খুলনা আসামিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা ও ০৫ (পাঁচ) মাসের সশ্রম কারাদন্ত প্রদান করেন।