সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা জেলা প্রশাসন এবং ইউএনডিপি’র সহযোগিতায় হ্যান্ড স্যানিটাইজার বিরতণ | চ্যানেল খুলনা

খুলনা জেলা প্রশাসন এবং ইউএনডিপি’র সহযোগিতায় হ্যান্ড স্যানিটাইজার বিরতণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ এবং ইউএনডিপি বাংলাদেশ-এর সহযোগিতায় আজ (রবিবার) খুলনা জেলায় মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার বিরতণ করা হয়।
খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও এ কর্মসূচির প্রধান সমন্বয়ক মোঃ ইকবাল হোসেন জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ত্রাণ বিতরণসহ জনসেবা নিশ্চিত করতে তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তাদের সুরক্ষার কথা চিন্তা করে ইউএনডিপি’র সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ফর্মুলায় তৈরি করা হয়েছে বিশ্বমানের ১০০ মিলিলিটারের সাড়ে ছয় হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার। তিনি বলেন, খুলনা জেলায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে পানির স্বল্পতা থাকায় এসব হ্যান্ড স্যানিটাইজার সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ গ্রাম পুলিশদের মাঠ পর্যায়ে কাজ করতে সহায়ক ভূমিক পালন করবে।
হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সাবান, মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। জনসমাগম এড়াতে জেলা প্রশাসনের গাড়িতে এসব উপকরণ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হচ্ছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরোয়ার আহমেদ সালেহীন, সহকারী কমিশনার নূরী তাসমিন ঊর্মি ও খুলনার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।