চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। রূপসা উপজেলার সৈয়দ আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা (ডিগ্রি) গালার্স কলেজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এস,এম আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য শেখ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের লেভেল অফিসার মঈনুল ইসলাম পলাশ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য হোসনেয়ারা বেগম ও যুব রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের যুব-প্রাধান মাহমুদুল ইসলাম সনেট। বক্তব্য রাখেন ও উপস্থিত
ছিলেন সহযোগী অধ্যাপক সুরাইয়া দীপা, মঈনুল ইসলাম আল-ফারুক, সঞ্জয় সরকার, প্রশিক্ষক ছিলেন বিডিআরসির জাতীয় প্রশিক্ষক মোঃ তৌফিকুল ইসলাম, জেলা যুব রেডক্রিসেন্ট সোসাইটির উপ-যুবপ্রধান-১ শেখ আল আমিন, উপ-যুবপ্রধান-২ আল-আমিন তারেক, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, জনসংখ্যা ও পরিকল্পনা বিভাগীয় প্রধান জুবায়ের হাসান সৈকত। এছাড়া উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সদস্য লুবাইনা সুলতানা, বায়জিদ ফয়সাল, রুমানা ইয়াসমিন মৌ এবং কলেজের শিক্ষক মন্ডলী। প্রশিক্ষণে ৪৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসায় শক, মূর্ছা, ফিট, অজ্ঞান, কৃত্রিম শ্বাস-প্রশ্বাস, রক্তপাত ও রক্তপাত বন্ধের উপায়, পোড়া ও বৈদ্যুতিক আঘাত, হাড় ভাঙ্গা ও অনড়করন এবং ক্ষত ও ক্ষতের পরিচর্যা বিষয়ের ধারনা দেওয়া হয়।-প্রেস বিজ্ঞপ্তি