সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শোক সভা | চ্যানেল খুলনা

খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শোক সভা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন বলেন,  আজন্ম সংগ্রামী বিএফইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী আমাদের জন্য  ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এনে দিয়ে গেছেন। কিন্তু দেশের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঘাটি গেড়ে বসে আছে। গণমাধ্যম থেকে ফ্যাসিবাদের দোসরদের উচ্ছেদ না করা পর্যন্ত আমাদেরকে গাজী ভাইয়ের চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নগরীর ইকবাল নগরস্থ পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মো. আসাদ্দুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. আল-আমিন গোলদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং  মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ট্রেজারার দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা। এতে আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মাওলানা এমরান হুসাইন, উপদেষ্টা মুন্সী মিজানুর রহমান ও মাস্টার সিরাজুল ইসলাম, ছাত্রনেতা মো. রিয়াদুল ইসলাম বেলাল। এ সময় বক্তৃতা করেন ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আসাদুজ্জামান, রূপসা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের ও  সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, দৈনিক সংগ্রামের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি মো. মঈন উদ্দিন, বটিয়াঘাটা সভাপতি মোহাব্বত আলি খান, কয়রা উপজেলা সভাপতি গোলাম রাব্বানী, পাইকগাছা উপজেলা সভাপতি ফিরোজ আহমেদ,  জাহিদুর রহমান প্রমুখ। কুরআল তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল মান্নান। এ সময় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ও শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথি আওয়ামী ফ্যাসিবাদের সময়ে হাজার হাজার মানুষ গুম-খুনসহ সাংবাদিক নির্যাতনের নিন্দা জানান। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। তিনি সারা দেশে সরকারি গণমাধ্যমের নিয়োগে দীর্ঘ সূত্রিতা ও ফ্যাসিবাদের দোসর আওয়ামী দুর্বৃত্তরা বিভিন্ন অফিসে কর্মরত থাকায় বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি ও ইসলামী টিভি সহ ফ্যাসিবাদীরা মিডিয়া বন্ধ করে দিয়ে চরম স্বৈরাচারিতা দেখিয়েছিল। অবিলম্বে এ সব মিডিয়ার ক্সতিপুরণসহ চালু কররা দাবি জানান।
সাংবাদিক নেতা এইচ এম আলাউদ্দিন বলেন, সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন নির্ভীক এবং নেতৃত্বের গুণাবলি সম্পন্ন মানুষ। তিনি সততা, বিশ্বস্ততা এবং বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে দীর্ঘদিন সাংবাদিক সমাজে নেতৃত্ব দিয়েছেন। তার গ্রহণযোগ্যতা ছিল সর্বাধিক এবং সর্বমহলে। তিনি বলেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক। গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের নির্যাতনের যাতাকলে নিস্পষিত হয়েছেন তিনি। তিনি ১৯ মাস কারাভোগ করেছেন। আপোষহীন এই সাংবাদিক নেতা আজীবন সংগ্রাম করে দুঃশাসনমুক্ত বাংলাদেশের জীবন দিয়েছেন।
সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক রানা বরেন, রুহুল আমিন গাজী বাংলাদেশের ইতিহাসে শুধু একজন বিশিষ্ট সাংবাদিক হিসেবেই নন, বরং যোগ্য নেতা হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন। তিনি দেশের গণমাধ্যমে সাহসী ভূমিকা এবং সাংবাদিকতা পেশায় অনন্য অবদান রেখেছেন। গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষার জন্য সবসময় কাজ করেছেন। তার দীর্ঘ সাংবাদিকতার জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদ প্রকাশ এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সবসময় কথা বলেছেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

এমইউজে খুলনার সাধারণ সভা শনিবার, নির্বাচন ২২ ডিসেম্বর

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

কুয়েটে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা উন্মোচন ও সেমিনার

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।