চ্যানেল খুলনা ডেস্কঃ জনগণকে সচেতনতা করার লক্ষে বিভিন্ন স্থানে খুলনা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের উদ্যোগে শুক্র ও শনিবার করোনা ভাইরাস থেকে প্রতিকার ও করণীয় সম্পার্কিত লিফলেট বিতরণ করা হয়েছে। বটিয়াঘাটার সুখদাড়া বাজার, গাওঘরা, গরিয়ারডাঙ্গা, কোদলা, বারোআড়িয়া বাজার, কোদলা, শুম্ভনগর, সুন্দরমহল, হাটবাটি বাজার ও ডুসুরিয়া উপজেলার শরাফপুর বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। ্সকলস্থানে উপস্থিত ছিলেন খুলনা জেলা সৈনিকলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ রানা, ডাঃ দেবাশীস মন্ডল, অলোক মল্লিক, আজিজুর রহমান, এসএম শাহিন আলম, ডাঃ সুব্রত মন্ডল, মোঃ কাবেদুল ইসলাম, ফারুক গাজী, বিষ্ঞুপদ মন্ডল, নিখিল মন্ডল, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ আল-আমিন ও সুজিৎ রায়, যুবলীগনেতা মৃত্যুঞ্জয় মন্ডল, ইউনুচ শেখ, সৈনিকলীগ নেতা এসএম সৌরভ, মিন্টু, সাহাবুদ্দীন, মহব্বত প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি