সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা ডিসি অফিসের সামনে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি | চ্যানেল খুলনা

খুলনা ডিসি অফিসের সামনে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানিতে রিসিভার নিয়োগ ও মূলধন ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি সোমবার (২০ জানুয়ারী) খুলনা ডিসি অফিসের সামনে বেলা ১১ টায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড খুলনা শাখার সংগ্রাম কমিটি আহ্বায়ক মুহাম্মদ মেহেদী হাসান এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচি থেকে ভুক্তভোগী সদস্যরা বলেন, বাগেরহাটের আব্দুল মান্নান তালুকদার নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলে ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কুরআন হাদিসের কথা বলে খুলনার স্বানামধন্য কিছু আলেম ও গন্যমান্য ব্যক্তিবর্গকে সামনে রেখে লভ্য অংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, খুলনার জিরো পয়েন্টে ক্রয় কৃত জমি, আবু নাসের সংলগ্ন বাইপাস রোডে জমি,বয়রা বাজারে অবস্থিত প্রত্যাশা মার্কেট এবং এজাক্সস জুটমিল দেখিয়ে খুলনা অফিসের মাধ্যমে প্রায় ৩৪০০ গ্রাহকের নিকট থেকে ৮০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে গত নভেম্বর ২০১৯ ইং হইতে খুলনা শাখা অফিসের লেনদেন বন্ধ করে দেয় । আমরা কোম্পানির সাধারণ গ্রাহকরা কোম্পানির হেড অফিসে যোগাযোগ করলে তারা আমাদের মৌখিক ও লিখিতভাবে বিভিন্ন সময় আশ্বস্ত করে এবং এম ডি মান্নান তালুকদার লিখিত দেয় ২০২০ সালের মধ্যে সমস্ত টাকা ফেরত দেওয়ার।কিন্তু অদ্যবধি পর্যন্ত আমরা আমাদের কোন টাকা ফেরত পাই নাই বরঞ্চ এখন জানতে পারতেছি মালিকের নিকট আত্মীয় এবং কোম্পানির উদ্বোধন কর্মকর্তারা কোম্পানির নামে সদস্যদের টাকায় কেনা সম্পত্তি বিক্রি করে নিজেদের আখের গোছাচ্ছে এই অবস্থায় আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি, খুলনার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমরা রাষ্ট্রের সহযোগিতা কামনা করেছি, আমরা মানববন্ধন করে আমাদের দাবি জানিয়েছি, আজকের আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি, আমরা অত্যান্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমাদের কথা কারো কাছে মূল্যায়িত হচ্ছে না আমাদের দূর অবস্থা কারো নজরে আসছে না, তারপরও আজকের অবস্থান কর্মসূচি থেকে জোর দাবি জানাই সরকার এই কোম্পানিতে রিসিভার নিয়োগ করে সদস্য দের মুলধন ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

অবস্থান কর্মসূচিতে সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন আইয়ুব হোসেন মিনা, মোঃ শফিকুল ইসলাম, মাওঃ লোকমান হোসেন, মাওঃ নাসির উদ্দিন, মাওলানা জাহিদুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মিজানুর রহমান গাজী,আলী আকবর, আবুল কাশেম, সৈয়দ রুস্তম আলী, প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা ডিসি অফিসের সামনে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

খুলনায় নভোথিয়েটার, জিয়া হল ও আধুনিক কসাইখানা প্রকল্প বাস্তবায়নের দাবি

খুবি বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন

জাতীয়করণের দাবীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশ ও অবস্থান ধর্মঘট ১৯ জানুয়ারী

ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত ও সায়েম পরিচালক

গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে সরকারের মূল দায়িত্ব: মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।