চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা-ঢাকা রুটে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল শুক্রবার চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময়ের পর খুলনায় পৌঁছায়। এদিন চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৫ ঘন্টা দেরিতে খুলনা ত্যাগ করে। সুন্দরবন এক্সপ্রেসও দেরিতে ছেড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া ও আগুনের ঘটনায় খুলনা-ঢাকা রুটের ট্রেনের সিডিউলে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে রেলওয়ের কর্মকর্তারা।
খুলনা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ট্রেন দুর্ঘটনার কারণে চিত্রা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেসে শিডিউলে সমস্যা দেখা দিয়েছে। চিত্রা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সকাল সাড়ে ৮টায়। অথচ ঢাকা থেকে খুলনায় এসেছে দুপুর ১২ টা ৫ মিনিটে। ট্রেনটি যাত্রী নিয়ে খুলনা স্টেশন ত্যাগ করেছে দুপুর ২টায়। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনায় আসার কথা ছিলো বিকেল ৩টা ৪০ মিনিটে। অথচ রাত পৌনে ৮টায়ও পৌঁছায়নি। তিনি বলেন, ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। তবে ছাড়তে ১০টার বেজে যেতে পারে।
কর্তব্যরত স্টেশন মাস্টার কাজী আমীরুল ইসলাম বলেন, শিডিউল বিপর্যয় রবিবার পর্যন্ত থাকবে। সোমবার অফ ডে (বন্ধ) শেষে মঙ্গলবার থেকে যথাসময়ে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।