খুলনা দারুল মাকাম আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শুধু সাধারণ শিক্ষাই নয়, বরং নৈতিক ও ইসলামী তথাকুরআন-হাদিসের শিক্ষার মধ্যদিয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। আর ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তোলা হলেই সমাজের সকাল প্রকার অনাচার, দুর্নীতি-অনিয়ম দূর করা সম্ভব।
নগরীর মুজগুন্নি আবাসিক এলাকা সংলগ্ন মেলার মাঠে শুক্রবার দিনব্যাপী এ ক্রীড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি। খুলনা দারুল মাকামের চেয়ারম্যান মুকাররম আনসারীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার এইচ এম আলাউদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দারুল মাকামের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাফর সাদিক আনসারী, সদস্য সচিব ইকবাল হোসেন, পরিচালক আজীজ ফারাজি, ফারহানা সিদ্দিকা মিম্মা, মুমতাহিনা সিদ্দিকা,কুতুবউদ্দিন রব্বানী, সোহেল রানা, ফোরকান উদ্দিন মিঠু, সহকারী কো অর্ডিনেটর হাসানুজ্জামান। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনাওয়ার হোসাইন আনসারী।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, যুব সমাজকে মাদকসহ সমাজের সকল প্রকার অনাচার থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। তাই ক্রীড়ানুষ্ঠানের মধ্যদিয়ে একদিকে যেমন শারীরিক বিকাশ সম্ভব তেমনি মানষিক প্রশান্তির মধ্যদিয়েও আগামী প্রজন্ম বেড়ে উঠতে পারে।