“এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে” এই স্লোগানে সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও বেশি শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠনের অংশ হিসাবে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে সদস্য ফরম বিতরণ করে ছাত্রদল।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন (টিম- ৯ ) টিম লিডার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাফি ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম – সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম- সাধারণ সম্পাদক শাহেদ হাসান।