শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৮ অক্টোবর) খুলনা পানি উন্নয়ন বোর্ডে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় খুলনা পানি ভবনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পাউবোর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন । পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাউবোর তত্বাবধায়ক প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ড।
এ সময় প্রধান অতিথি পীযুষ কৃষ্ণ কুন্ড বলেন, ১৯৭১ সালে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়। সেই চেতনায় এক শিশুর বেড়ে ওঠা থমকে যায় ঘাতকদের নির্মমতায়। যুদ্ধ আইনে যেখানে নারী ও শিশুদের বাদ দেওয়া হয়, সেখানে অত্যন্ত নির্মমভাবে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে হত্যা করা হয়। দেশকে উল্টো পথে নেওয়ার উদ্দেশ্যেই ঘটে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই নারকীয় হত্যাযজ্ঞ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র একজন ব্যক্তি নন, বঙ্গবন্ধু একটি চেতনা। যে চেতনা কখনো নিঃশেষিত হয় না। বঙ্গবন্ধুর আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সেই চেতনার মৃত্যু ঘটেনি। বাংলাদেশ যতদিন থাকবে, এই চেতনাও ততদিন থাকবে। কেননা ইচ্ছে করলেই সব কিছু নিঃশেষ করা যায় না।
এর আগে পাউবোর কর্মকর্তা ও কর্মচারীরা জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালিতে যোগদান করেন । র্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এর পাশে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে খুলনা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মোঃ আশরাফুল আলম,নির্বাহী প্রকৌশলী-১ আব্দুর রহমান তাযকিয়া,নড়াউল পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন,উপ-বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলামসহ পাউবো খুলনার বিভিন্ন স্থরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।