সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের সাথে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের সাথে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা প্রেসক্লাবের আয়োজনে রবিবার সকালে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বৈষম্যমুক্ত খুলনা প্রেসক্লাব প্রকৃত পেশাদার সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল হোক। সরাসরি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে খুলনা প্রেসক্লাবকে খুলনা তথা দেশের জাতীয় সম্পদ হিসেবে পুনর্নিমাণ করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। খুলনার সাংবাদিক ও গণমাধ্যম অঙ্গনে গৌরবোজ্জ্বল অতীত উল্লেখ করে তারা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশে যে স্বাধীনতার সুচনা হয়েছে পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সর্বস্তরে সংস্কার করতে হবে। খুলনা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সকলে সম্মিলিত সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। অপেশাদারদের রাহুগ্রাস থেকে মুক্ত করে খুলনা প্রেসক্লাবকে সার্বজনীন রূপ দিতে ঐক্যমত পোষন করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের অর্ন্তবর্তীকালীন কমিটির সদস্য ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, ক্লাবের স্থায়ী সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, এইচ এম আলাউদ্দিন, কাজী শামীম আহমেদ, শেখ আব্দুল্লাহ, শেখ কামরুল আহসান, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), শেখ শামসুদ্দীন দোহা, মোঃ এরশাদ আলী, মোঃ রশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, মোঃ আসাফুর রহমান কাজল ও মোঃ বেল্লাল হোসেন সজল, সাংবাদিক মোঃ মোসলেহউদ্দিন, এম রোমানিয়া প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের স্থায়ী ও অস্থায়ী সদস্যসহ খুলনায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এছাড়া সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য ও বিএফইউজে’র সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ এম আলাউদ্দিন। উল্লেখ্য সাংবাদিক নেতা রুহুল আমিন বর্তমানে রাজধানীর ঢাকার বিআরবি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হুদার মৃত্যুতে খুলনা অঞ্চল জামায়াতের শোক

খুবি উপকেন্দ্রে রাবি’র ‘বি’ ইউনিট এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে খোদাভীরু নেতৃত্ব তৈরীর বিকল্প নেই: মাহফুজুর রহমান

গাজায় মুসলমানদের উপর গণহত্যা ও নিপীড়িনের প্রতিবাদে রংধনু স্পোর্টিং ক্লাবের মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কয়রার কপোতাক্ষ কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।