চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও কার্যনির্বহী সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি এবং দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এর বড় ভাই জাহাঙ্গীর আলম রাজা (৬১) শনিবার রাত ৩টা ১০ মিনিটে গোপালগঞ্জে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার বাদ জোহর গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে স্থানীয় পৌরসভা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এছাড়া খুলনা প্রেসক্লাবের ব্যবহারকারী (ইউজার) সদস্য ও সময় টিভির ক্যামেরাপার্সন মো. আবুল বাশারের পিতা মো. লিয়াকত শেখ (৭০) আজ শনিবার দুপুর দেড়টায় নগরীর বাগমারাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
এদিকে সাংবাদিক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের বড় ভাই ও ক্লাবের ইউজার সদস্য আবুল বাশারের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।