সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা পয়ঃনিষ্কাশন’ প্রকল্পের ডিজাইন ও ডিপিপি তৈরি শেষের পথে : টেন্ডার আগামী এপ্রিলে | চ্যানেল খুলনা

খুলনা পয়ঃনিষ্কাশন’ প্রকল্পের ডিজাইন ও ডিপিপি তৈরি শেষের পথে : টেন্ডার আগামী এপ্রিলে

চ্যানেল খুলনা ডেস্কঃনগরীতে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে ১৫শ’ কোটি টাকা ব্যয়ে খুলনা ওয়াসার নেয়া প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, ডিজাইন ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রেপোজল (ডিপিপি) তৈরির কাজ শেষ হচ্ছে আগামী বছরের মার্চে। এরপর সকল ডকুমেন্টস এডিবি’র অনুমোদন শেষে এপ্রিল মাসে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এটি বাস্তবায়ন হলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় খুলনা হবে দেশের পরিচ্ছন্ন, দূষণমুক্ত একটি আধুনিক শহর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভৌগলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে শিল্প নগরী খুলনায় আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নেয় খুলনা ওয়াসা। এ উদ্যোগ বাস্তবায়নে ১৫শ’ কোটি টাকা ব্যয়ে ‘খুলনা পয়ঃনিষ্কাশন’ প্রকল্প গ্রহণ করে সংস্থাটি। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত আর্থিক সহযোগী প্রতিষ্ঠান এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রকল্পের প্রাথমিক কাজ শেষ হয়। বর্তমানে কনসালটেন্ট ফার্ম সম্ভাব্যতা যাচাই, ডিজাইন ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রেপোজল (ডিপিপি) তৈরির কাজ করছে। যা শেষ হবে আগামী বছর মার্চে। এরপর সকল ডকুমেন্টস এডিবির অনুমোদন শেষে এপ্রিলে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।
সূত্র জানিয়েছে, এ প্রকল্পে মাটির ৩ মিটার গভীরতায় ৩শ’ কিলোমিটার সুয়ারেজ লাইন স্থাপন করা হবে। নগরীর লবণচরা, আড়ংঘাটা ও দৌলতপুর এলাকায় তিনটি ট্রিটমেন্ট প্লান্ট ও ১৩টি পাম্প স্টেশন নির্মাণ করা হবে। এসব স্থাপনা নির্মাণের জন্য ৭০ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে, যার মূল্য ধরা হয়েছে প্রায় দেড়শ’ কোটি টাকা। তিনটি শোধনাগারের (ট্রিটমেন্ট প্লান্ট) মাধ্যমে পরিশোধিত পানি ফেলা হবে নদীতে আর বর্জ্য ব্যবহার হবে নিচু জমি ভরাট ও সার তৈরির কাজে। সূত্রটি আরও জানান, পুরো প্রকল্পটি বাস্তবায়িত হলেও নগরীর সরু ও অপ্রশস্ত রাস্তার কারণে অনেক মানুষ সুয়ারেজ লাইনের বাইরে থাকবে। ফলে এসব মানুষকে বিকল্পভাবে মেন্যুয়াল সিস্টেমে প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে। যাতে কোনভাবেই পরিবেশ দূষণ হতে না পারে। এ ক্ষেত্রে ভাকুটাক ট্রাকসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, যা প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবে। তবে প্রথম দিকে কর্পোরেশনের মাধ্যমে ওই সব এলাকার বর্জ্য অপসারণ হবে।
খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ  বলেন, প্রকল্পটি বাস্তবায়নে নিয়োগকৃত কনসালটেন্ট ফার্ম সম্ভাব্যতা যাচাই, ডিজাইন ও ডিপিপি তৈরির কাজ মার্চে শেষ করবে। এরপর ডকুমেন্টসগুলো এডিবির অনুমোদন শেষে এপ্রিলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও বলেন, খুলনায় পয়নিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। এখানকার মানব বর্জ্য সরাসরি গিয়ে নদীসহ আশপাশের পানি ও পরিবেশ দূষণ করছে। তাই প্রকল্প বাস্তবায়িত হলে পয়নিষ্কাশন ব্যবস্থায় খুলনা মহানগরী হবে পরিচ্ছন্ন, দূষণমুক্ত একটি আধুনিক শহর।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।