বরাবরের মতন খুলনা ফাউন্ডেশন এর “এক টাকায় ঈদ উপহার” কার্যক্রম পালিত হল।
প্রতিষ্ঠাকাল থেকে এই অবধি তিন বছরে খুলনা ফাউন্ডেশন কয়েক হাজার অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।”এক টাকায় ঈদ উপহার” খুলনা ফাউন্ডেশন এর একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে প্রতি বছর দুইটি ঈদ এ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এবার ও তার ব্যতিক্রম হয়নি,খুলনা ফাউন্ডেশন আজ খালিশপুরের কতিপয় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাও চাল,সেমাই,নুডলস,চিনি ইত্যাদি দ্রব্যসামগ্রী বিতরণ করেছে।
প্রায় পঞ্চাশোর্ধ মানুষের মাঝে বিতরণ করা হয় এ দ্রব্যসামগ্রী।.. এবং এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারহান সাদিক লাবীব,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, রাশিকুর রহমান নিলয় , সাবিদ মিয়া, খন্দকার আতাযউর রহমান অর্ণব ছাড়াও অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।