সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা বারের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের জয় | চ্যানেল খুলনা

সভাপতি সাইফুল : সম্পাদক ইকবাল

খুলনা বারের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের জয়

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২০’র নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী এড. মোঃ সাইফুল ইসলাম সভাপতি ও কে এম ইকবাল হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ১৪ পদের মধ্যে ১০টিতেই জয়লাভ করেছেন আ’লীগ সমর্থিত প্রার্থীরা। গত রবিবার ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। পরে গণনা চলে রাত সাড়ে তিনটা পর্যন্ত। মোট ১৩৯১ ভোটারের মধ্যে ১২৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু’টি প্যানেলে ১৪টি পদের অনুকুলে ২৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ভরাডুবি হয়েছে। এ প্যানেলে দু’জন সহ-সভাপতি ও দু’জন সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে ভোট গণনা চলাকালীন রাত আড়াইটার দিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস আর ফারুক মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার কারণ হিসেবে জানা গেছে, ঐক্য পরিষদের ব্যানারে বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থিত আইনজীবীরা ভোট দেননি এমন অভিযোগে দ্বন্দ্বের সূত্রপাত হয়। হাতাহাতির ঘটনা দেখে বিএনপি’র নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দু’পক্ষকে শান্ত করেন।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, নির্বাচনে আ’লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী এড. মোঃ সাইফুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের মোল¬া মোহাম্মদ মাসুম রশীদ পেয়েছেন ৫৫৮ ভোট। কে এম ইকবাল হোসেন ৬২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বর্তমান সাধারণ সম্পাদক) মোল্ল¬া মশিউর রহমান (নান্নু) পেয়েছেন ৬১৪ ভোট। এছাড়া যুগ্ম সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এ কে এম আবু নিক্সন ৬৬৩ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক, শেখ আশরাফ আলী (পাপ্পু) ৭১৩ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক, আনোয়ারা মমতাজ (আন্না) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। একই প্যানেলের ৫ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোঃ আইয়ুব হোসেন, শেখ আবু বক্কার (নাঈম), শাম্মী আক্তার, উল্ল¬াস কর বৈরাগী ও আলমগীর বিশ্বাস।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ৪ জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন সহ-সভাপতি মোঃ আওছাফুর রহমান ও মোঃ মোশারফ হোসন। নির্বাহী সদস্য পদে আছাদ আলী সরদার ও রুবাইয়া মাহরু।
নির্বাচনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আ ফ ম মহসীন, অপর দু’জন সদস্য হলেন এড. মোঃ লিয়াকত আলী মোল্লা ও এড. বেগম আক্তার জাহান রুকু।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।