বিজ্ঞপ্তিঃজাতীয়তাবাদী যুবদলের ১১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে (আংশিক) খুলনার মাত্র তিনজন নেতার স্থান হয়েছে। এতে বিভাগীয় সদর খুলনার যোগ্য অনেকেই পদ বঞ্চিত হয়েছেন বলে ক্ষুব্ধ নেতা-কর্মীরা। তিন বছর পর গত বৃহস্পতিবার রাতে ঘোষিত এ কমিটিতে সাইফুল আলম নীরব সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক পদেই রাখা হয়েছে। দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেন। তবে আংশিক কমিটিতে ছাত্রদলের সাবেক নেতাদের না রাখায় অনেকেই ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন।
যুবদলের ১১৪ সদস্যের কমিটির মধ্যে সহ-সভাপতি (খুলনা বিভাগ) নগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু। আর নগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক ও নগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেনকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক (খুলনা বিভাগ) করা হয়েছে জেলা যুবদলের সভাপতি শামীম কবিরকে। এছাড়া সাতক্ষীরার বেনাপোলের নুরুজ্জামান লিটনকে সহ-সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) করা হয়েছে।
এর আগে, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি এবং সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়েছিলো। ওই কমিটিতে মোরতাজুল করিম বাদরু সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়ন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। আংশিক কমিটি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশও দেয়া হয়েছিল।