খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (রবিবার) একশত ২০ উপকারভোগী পরিবারের মাঝে নগদ ৬০ হাজার টাকা, তিনশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে তিন মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ২১ হাজার চার উপকারভোগীর মাঝে ২১০.৪১ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৩০টি পরিবারকে পরিবার প্রতি ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি মসুর ডাল ও একটি সাবান বিতরণ করা হয়েছে।
মেহেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর আজ (রবিবার) তিনশত উপকারভোগী পরিবারের মাঝে দুই লাখ টাকা, দুই হাজার সাতসত ৯২ উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ৩৪. ৯২ মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ছয় হাজার ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬০.৫ মেট্রিক টন চাল ও এক হাজার উপকারভোগীর মাঝে এক হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।