সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা বিভাগে যক্ষ্মা রোগে আক্রান্তের হার লাখে ১২৬ | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে যক্ষ্মা রোগে আক্রান্তের হার লাখে ১২৬

অনলাইন ডেস্কঃখুলনা বিভাগে ২০১৭ সালে ৩০ হাজার ২০২ জন যক্ষ্মা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে বাগেরহাটে তিন হাজার ২১৭, চুয়াডাঙ্গায় দুই হাজার ১৪৯, যশোরে চার হাজার ৭৮১, ঝিনাইদহে তিন হাজার ৫১০ ও খুলনায় চার হাজার ২৫৩ জন যক্ষ্মা রোগী সনাক্ত হয়। কুষ্টিয়ায় চার হাজার ১৮৫, মাগুরায় এক হাজার ৮৮১, মেহেরপুরে এক হাজার ২৩৬, নড়াইলে এক হাজার ৪৩১ এবং সাতক্ষীরা জেলায় তিন হাজার ৫৫৯ জন যক্ষ্মা রোগী সনাক্ত করা হয়। খুলনা বিভাগের জনসংখ্যা প্রায় এক কোটি ৭০ লাখ এবং যক্ষ্মা রোগে আক্রান্তের হার প্রতি লাখে ১২৬ জন।
পর্যবেক্ষণের মাধ্যমে যক্ষ্মা আক্রান্ত রোগীরা ওষুধ গ্রহণ করলে নয় মাসের মধ্যে এবং জটিলতার ক্ষেত্রে ২০ মাস ওষুধ গ্রহণ করলে যক্ষ্মা নিরাময় সম্ভব। ধারণা করা হয় বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকেই শরীরে যক্ষ্মার জীবাণু বহন করে চলেছে যা শরীরে সুপ্ত অবস্থায় আছে। অধিক ঘনবসতি হওয়ায় এবং শ^াস-প্রশ^াসের মাধ্যমে যক্ষ্মার সংক্রমণ ঘটে বলে যক্ষ্মা নিয়ে সচেতন হওয়া প্রয়োজন।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে যক্ষ্মা নিয়ন্ত্রণে অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর এই সভার আয়োজন করে। সকালে দিনব্যাপী বিভাগীয় কর্মশালার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডাঃ মোঃ শামিউল ইসলাম, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাঃ সৈয়দ জাহাঙ্গীর হোসেন। যক্ষ্মা বিষয়ে তথ্যপত্র উপস্থাপন করেন ডাঃ রুপালী শিশির বানু। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের প্রধান, চিকিৎসক ও কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ নানা পেশার ব্যক্তিরা অংশ নেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

নতুন নিয়ম, সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

দুর্গা প্রতিমা ভাঙচুর, কলেজ ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর

পাইকগাছায় বাঁধ ভেঙে প্লাবিত ১৩ গ্রাম

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।