ভালবাসার খুলনার (খুলনা ব্লাড গ্রুপ) পক্ষ থেকে মোরেলগঞ্জের একটি মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ প্রদান, দুঃস্থ অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান ও ফটো কনটেস্ট বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে নগরীর স্থানীয় একটা রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল খুলনার আহবায়ক ও সংগঠনের উপদেষ্টা শাহ মামুনুর রহমান তুহিন, সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের সালমা ইয়াসমিন এবং দৈনিক কালান্তর পত্রিকার বার্তা সম্পাদক বেল্লাল হোসেন সজল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কচুয়া ঘনশ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জয়নুল আবেদিন, সংগঠনের প্রচার সম্পাদক সাকিব মোল্লা, ফারহানা শারমিন, শরিফুর রহমান আন্নি রহমান, পপি , হোসাইন শেখ, তানভীর আকাশ, জনি মৃধা, তানজিলা আফরিন , মাসুদ মোল্লা সহ ভালোবাসার খুলনা ও খুলনা ব্লাড গ্রুপের অন্যান্য সদস্যগণ।
গ্লোবাল খুলনার আহবায়ক তার বক্তব্যে উক্ত সংগঠনের সভাপতি ও স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নিজের পকেটের পয়সা খরচ করে, রাত দুইটা, তিনটার সময় ও তারা মুমূর্ষ রোগীদের বাচাতে রক্ত, বিভিন্ন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী সহায়তা সহ বিভিন্ন মানবিক যে কাজ গুলো তারা করছেন, তা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, নিজের রক্ত অন্য একজন মুমূর্ষু মানুষকে প্রদানের মাধ্যমে যে সমাজসেবা করা হয়, সেটা অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজ সেবা। তিনি স্মৃতি চারণ করে বলেন, এই সংগঠনটি কিছুদিন পূর্বে কুয়াকাটার একটা মসজিদে সম্পুর্ন মাইক সেট প্রদান করেছিলো এবং আজ একটা মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ প্রদান ও একজন অসুস্থ রিকশাওয়ালাকে মানবিক খাদ্য সহায়তা প্রদানের এই দৃষ্টান্ত অবশ্যই বিভিন্ন মানুষকে উৎসাহিত করবে। তিনি সবাইকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানান।
জাহাঙ্গীর আলম তার বক্তব্যে উল্লেখ করেন, করোনার দ্বিতীয় ঢেউ আসছে, তাই এখন থেকেই আমাদের সবাইকে সাবধান হতে হবে। সবশেষে ফটো কনটেস্ট বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও স্বেচ্ছাসেবকদের ক্রেস্ট বিতরণ করেন অতিথি বৃন্দ। সভাপতি সবাইকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।