চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরী এলাকাতে স্বল্প পরিসরে চালু হয়েছে ওএমএস কার্যক্রম। খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সুত্রে জানা যায়, মহানগরীতে সোমবার সুলভ মুল্যে(ওএমএস)এর চাল ও আটা বিক্রয় শুরু হয়েছে। খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য বিভাগ কর্তৃক সারা দেশের ন্যায় খুলনাতেও চালু হওয়া এ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান জানান, নগরীর ২০টি পয়েন্টে শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে সপ্তাহে ৬দিন প্রতিটি পয়েন্টে এক মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বিক্রি অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: জিয়াউর রহমান,জেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর রহমান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাঈয়েদুজ্জামান সম্রাট, মহানগর খাদ্য পরিদর্শক ইন্দ্রজিত সরকার, সাবরিনা ইয়াসমিন, ডিলার সৈয়দ মোকসেদ আলী রুবেল, জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের কেএম মনিরুজ্জামান, মো:খালিদ হোসেন, শেখ মো:আসাদুজ্জামান প্রমুখ।