দেশব্যাপী বিরাজমান মহামারী করোনায় উদ্ভূত পরিস্থিতিতে খুলনা নৌ অঞ্চলে ক্ষতিগ্রস্ত, অসহায়, ছিন্নমূল ও দুঃস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া, রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর ব্যব¯হাপনায় গত ১৪ জুলাই ২০২১ খুলনা মহানগরী ও দিঘলিয়া উপজেলার জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এনএসডিপি বাংলাদেশ এর ১০০০ সদস্যের মাঝে এবং ১৫ জুলাই ২০২১ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়াখালি¯হ নারী সংগঠন এর ২০০ জন দু¯হ ও দরিদ্র নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, ভাতের চাল, ডাল, তৈল, আলু, লাচ্চা সেমাই, মসলা, চিনি ও লবণ। ঈদ উপহার পেয়ে অসহায় মানুষগন অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।
উলে¬খ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এধরণের কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। -সংবাদ বিজ্ঞপ্তি