সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ওপর সরকারি দলের হামলার প্রতিবাদে ১৪ মে’ ২০২২ কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষে বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সভায় খুলনা মহানগর ও জেলা বিএনপি’র সকল সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও জেলা বিএনপি’র অন্তর্গত থানা বিএনপি’র সভাপতি/ সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিব এবং নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন খুলনা মহানগর আহবায়ক এড. শাফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।