খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য জুবায়ের হোসেনের পিতা-মোঃ আলতাফ হোসেন (৫০) মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল এক শোকবিবৃতিতে খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান মোঃ আলতাফ হোসেনের মৃত্যুতে আমরা খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য যে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে গত শনিবার রাত ১১:০০ ঘটিকায় বরিশালের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….. রাজিউন)। মৃতকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ যোহর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোকবিবৃতি দাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।