কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী খুলনা মহানগর তাঁতীলীগের পক্ষ থেকে মঙ্গলবার বিকাল ৫ টায় খুলনা মহানগরীর পিটি আই মোড়ে করোনার ফ্রি টিকা রেজিস্ট্রশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নগর তাঁতীলীগের সভাপতি সাব্বির আহমেদ শুভ জানান, করোনা থেকে বাচারজন্য টিকার বিকল্প নাই,তাই ৩৫ বছর বয়স এর সকলকে টিকা নিতে উদ্বুদ্ধ করা এবং যারা নিরক্ষর তাদের সহায়তার লক্ষে এই কর্মকান্ড পরিচালনা করছি।
ফ্রি টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম প্রতিদিন বেলা ১০টা থেকে ৫টা পর্যন্ত । রেজিস্ট্রেশনের জন্য হঠলাইন নম্বর- ০১৭১২৭৭৩৬১০,০১৭১১১২২৬৪৩।