বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনা মহানগর শাখা খুলনার জরুরী সভা দলীয় কার্যলায়ে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন যুগ্ম আহবায়ক মোঃ আলি আকবর এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন পলাশ। উক্ত সভায় বক্তারা গত শুক্রবার মহানগরের বর্তমান আহবায়ক ও সদস্য সচিবের বর্ধিত সভার প্রশ্ন তোলেন। সীমিত সদস্য নিয়ে এক সিদ্ধান্ত নেয় এবং খালিশপুর থানা আওয়ামী মৎস্য জীবী লীগ কমিটি বিলুপ্ত করে নতুন একটি কমিটি দেওয়া হয় যেটা সংগঠনের নিয়ম বহির্ভুত তাই, উক্ত আলোচনা সভার থেকে নগর আহবায়ক ও সদস্য সচিব কে অবাঞ্চিত ঘোষণা করা হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জাবেদ আহমেদ সাইদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আহমেদ টিপু,হুমায়ুন কবির, খালিশপুর থানার আহবায়ক মোঃ কামাল হোসেন ব্যাপারী,বিধান চন্দ্র, হারুন রশীদ মোঃ তুষার, সাবু,মহিউদ্দিন, মিজান, সৃত্মি বিশ্বাসসহ বিভিন্ন নগর, থানার বিভিন্ন নেতৃবৃন্দ ।-খবর বিজ্ঞপ্তি