খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিলহাজ্ব হাওলাদারের চাচী ও সাবেক ছাত্রনেতা শেখ রবিউল ইসলামের মাতা মোসাঃ চন্দ্রা বানু (৬৮) মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জোহর বাদ ১৬ নং ওয়ার্ড আন্দিরঘাট জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে তাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।
মোসাঃ চন্দ্রা বানু মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।