মোংলা প্রতিনিধি:: প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ রোধে খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের প্রধান উপাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী নেওয়াজের হাতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে ফেস শিল্ড তুলে দিলেন মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ’র কার্য্যালয়ে ডাঃ মোঃ মেহেদী নেওয়াজের কাছে অর্ধশতাধিক ফেসশিল্ড তুলে দেয়া হয়। এসময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র বাগেরহাট জেলার সমন্বয়কারী সাংবাদিক মোঃ নূর আলম শেখ বলেন মোংলার কৃতি সন্তান কুয়েট ছাত্র সুমিত চন্দ ফেস শিল্ড বানানোর যৌক্তিকতা এবং পরিকল্পনার কথা আমাকে বলার পর আমি তাকে অর্থ ও কাচামাল সরবরাহ করি। সুমিত’র নিরলস প্রচেষ্টা এবং মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ আব্দুল বাতেন’র সুযোগ্য বড় সন্তান মোঃ শাহীন সাইফুল্লাহ ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী চিকিৎসক’র আর্থিক সহায়তায় স্বাস্থ্যকর্মীদের কাছে ফেস শিল্ড বিনামূল্যে সরবরাহ করতে পারছি। ফেস শিল্ড হাতে পেয়ে করোনা ইউনিটের প্রধান খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী ন্ওেয়াজ বলেন পিপিই’র সাথে ফেস শিল্ড ব্যবহার করার প্রয়োজন হয়। ফেস শিল্ড’র স্বল্পতা রয়েছে। করোনা ইউনিটে ফেস শিল্ড’র আরো চাহিদা রয়েছে। করোনা যুদ্ধে ফেস শিল্ড দিয়ে সহযোগিতার করায় সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।