নিজস্ব প্রতিবেদকঃখুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ৩০ জন রয়েছেন। এছাড়া যশোর জেলার ৪ জন, বাগেরহাট জেলার একজন রয়েছেন। বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৪১টি। এদের মধ্যে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে ৩০ জনই খুলনার জেলার। বাকিরা বাগেরহাট ও যশোর জেলার। তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে ২৯ জনই মহানগরীর বাসিন্দা, একজন পাইকগাছা উপজেলার। মহানগরীতে আক্রান্তদের মধ্যে বিভিন্ন এলাকার নানা পেশা মানুষ রয়েছেন। বিশেষ করে একজন চিকিৎসক, দুইজন পুলিশ সদস্য, একজন কারারক্ষী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সদস্য আক্রান্ত হয়েছেন।
ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনায় নতুন শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে রয়েছেন- খুলনা মেডিকেল কলেজের গাইনী বিভাগের ৫৮ বছর বয়সী একজন প্রফেসর, সোনাডাঙ্গা ময়লাপোতার রাহেলা বস্তি এলাকার ৬০ বছরের বৃদ্ধা, খালিশপুরের মোস্তফার মোড়ের ২৪ বছরের নারী ও ৩৫ বছরের এক ব্যক্তি, সোনাডাঙ্গার হাজী ইসমাইল লিংক রোডের ৩২ বছরের ব্যক্তি, গোবরচাকা মেইন রোডের ৪৫ বছরের ব্যক্তি,
খুলনা মেডিকেল কলেজের ৫২ বছরের স্টাফ, বানিয়াখামার এলাকার ৪৮ বছরের ব্যক্তি, খুলনা জেলা পুলিশের ১৯ বছরের নারী সদস্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের ২৮ বছরের নারী, সোনাডাঙ্গার ছোটবয়রাস্থ শান্তিনগর এলাকা সাড়ে ৬ বছরের শিশু, খালিশপুর মুজগুন্নি এলাকার ৫০ বছরের ব্যক্তি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৪২ বছরের একজন,
সোনাডাঙ্গার নাসির সড়কের ৬২ বছরের একজন, ছোটবয়রা এলাকার ২২ মাসের শিশু, ছোটবয়রা শান্তিনগর এলাকার ৫৮ বছরের নারী, সদর থানাধীন ইকবালনগরের ৩৫ বছরের একজন, সোনাডাঙ্গার ৩২ বছরের ব্যক্তি, খালিশপুরের এক ব্যক্তি, সিএন্ডবি কলোনীর ৪০ বছরের একজন, জেলা কারাগারের ২৬ বছরের নারী কারারক্ষী, রূপসা উপজেলার ৪২ বছরের এক ব্যক্তি,
সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকার ৩৩ বছরের এক ব্যক্তি, পাইকগাছা উপজেলার ৫১ বছরের একজন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ৩৩ বছরের এক ব্যক্তি, সদর থানাধীন হাজী মুহসিন রোডের ৪১ বছরের নারী, খুলনা সিডিসির ৩৭ বছরের নারী, টুটপাড়া এলাকার ৪৩ বছরের এক ব্যক্তি, হরিণটানা এলাকার এক ব্যক্তি, খুমেকের ফু কর্নারে চিকিৎসাধীন এক ব্যক্তি।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, খুলনায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে বৃহস্পতিবার। প্রায় সব এলাকাতেই ছড়িয়ে পড়েছে করোনা রোগী। এ নিয়ে মোট ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪ জন মারা গেছেন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন।
তিনি আরও জানান, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মেনে অহেতুক ঘোরাঘুরি করলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকবে। এজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে।
Print Friendly, PDF & Email