সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা মেডিকেল কলেজের ল্যাবে রেকর্ড ১৫৫ জনের করনা শনাক্ত | চ্যানেল খুলনা

খুলনা মেডিকেল কলেজের ল্যাবে রেকর্ড ১৫৫ জনের করনা শনাক্ত

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা মেডিকেল কলেজের (RT-PCR) ল্যাবে এবার একদিনে সর্বোচ্চ ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৪৬ জনই খুলনা জেলা ও মহানগরীর। বাকিদের মধ্যে যশোরের ১ জন, নড়াইলের ২ জন, বাগেরহাটের ৫ জন ও গোপালগঞ্জের ১ জন রয়েছেন। শনিবার খুমেকের পিসিআর মেশিনে মোট ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ৩৬৬টি।এদের মধ্যে মোট ১৫৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্ত হলো তাদের তালিকাঃ হরিণটানায় দুই নারী (২২) ও (৪৫), রূপসা এক যুবক (২০), সাউথ সেন্ট্রাল রোডে এক নারী (৫৪) ও এক পুরুষ (৪০), ইকবাল নগরে এক নারী (৩৪) ও এক পুরুষ (৩৫), রেলব্রীজ এলাকায় এক পুরুষ (৪২), বড় মির্জাপুর এক যুবক (২৬), সবুজবাগ সোনাডাঙ্গা এক যুবক (৩৭), খালিশপুরে তিন পুরুষ (৪৪), (৪৫) ও (৩০) কাশিপুরে এক নারী (৬০), ছোট বয়রা এলাকায় এক বৃদ্ধ (৬০), সোনাডাঙ্গা এক নারী (২৫), নিরালায় দুই যুবক (৩২) ও (২৪), এক পুরুষ (৬৫), খুলনা মেডিকেল কলেজে এক নারী (৫০), নৌবাহিনী চার সদস্য (২৩), (৪২), (৫২) ও (২০), দিলখোলা এলাকা এক পুরুষ (৫৪), এডিসি অফিসে কর্মরত ৭ জন, মৎস্য অফিসে কর্মরত এক পুরুষ, পুরাতন পুলিশ ফাড়ির একজন পুরুষ (৫৫) ও এক নারী (২৪), বয়রা এলাকায় এক পুরুষ (৫২), ২৬ শের এ বাংলা রোড একজ পুরুষ (৪৫), শিশু ওয়ার্ডে এক নারী (৪৭), বড় বয়রা এক নারী (৩২) ও এক যুবক (২০), টুটপাড়া এক বৃদ্ধ (৬০), এক বৃদ্ধ (৬১) ও এক পুরুষ, মিয়াপাড়ায় এক পুরুষ (৫৭), বানিয়াখামার এলাকায় এক নারী (৩৮), কাশিপুর খালিশপুরে এক নারী (৬০) ও এক যুবক (৩৮), ছোট বয়রা এক পুরুষ (৩৩), গোলদার পাড়ায় এক যুবক (৩৬), ফারাজী পাড়ায় এক যুবক (২৯), মুন্সিপাড়ায় দুই বৃদ্ধ (৬২) ও এক পুরুষ (৫১), শেখপাড়া এক যুবক (৩৬), ইসলামপাড়ায় এক যুবক (৪২), মুজগুন্নি এক কিশোরী (১৪) ও নারী (৩৮), খানজাহান আলী রোডে এক নারী (৪৮) ও এক কিশোর (১৬), ৪৯ এমটি রোড এক যুবক (৩৮), গল্লামারী এক নারী (৩৬), কেসিসিতে কর্মরত দুই জন পুরুষ (৪৫) ও (৩০), হাজী মহসিন রোডে এক পুরুষ (৫২), মহেশ্বরপাশা কালিবাড়ি এলাকায় এক নারী (৪০) ও যুবক (৩৬), কেএমএসএস’র এক যুবক (৪০), আবুনাসের হাসপাতালে কর্মরত এক যুবক (৪১) ও এক নারী (৪৯), সোনাডাঙ্গা এক পুরুষ, জংশন রোডে এক পুরুষ (৫৩), বয়রা কলেজ মোড়ে এক পুরুষ (৫৫), বৈকালী মোড়ে দুই নারী (২৩) ও (২৭), পশ্চিম বানিয়াখামার এলাকায় এক পুরুষ (৫৫), ডাক্তারপাড়ায় এক নারী (৪২) ও এক পুরুষ, কেএমপির তিন পুলিশ সদস্য (২৮), (৩৬) ও (৫৩), তালতলা এলাকায় এক নারী (৪৫), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী (২৭), সিদ্দিকিয়া মহল্লায় এক পুরুষ (৫৭), রূপসা স্ট্রান্ড রোডে এক পুরুষ (৫৯), ২নং রূপসা স্ট্রান্ড রোড দুই পুরুষ (৫৯), (২৬) ও দুই নারী (৫৪), (২৬), যোগীপোলে এক বৃদ্ধ (৭০), গোবরচাকায় এক পুরুষ (৪৪), সুতিপাড়ায় এক পুরুষ, ৫নং মিয়াপাড়া এক নারী (৫২), নাজিরঘাট ক্রস রোডে এক পুরুষ (৫৮), রূপসা স্ট্যান্ড এলাকায় এক নারী (৩৬), রূপসা স্ট্রান্ড রোডে এক নারী, কাস্টমঘাট এলাকায় এক পুরুষ (২৭), ২নং নেভিগেট খালিশপুরে এক নারী (৫০), পল্লি বিদ্যুৎ সমিতির দুই পুরুষ (৫৫) ও (৬০), জাগরনী চক্র ফাউন্ডেশন খুলনার একজন যুবক (২৮), গাজি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক নারী (৩৫), হাফিজনগরের এক নারী (৩৪) ও এক পুরুষ (৩৮), ১২নং স্যার ইকবাল রোডে এক পুরুষ (৫৪), মুজগুন্নি সরদার বাড়িতে এক পুরুষ (৪৭), কাশেনগরে এক যুবক (৩৬), মহসিন লেনে এক যুবক (৩৮), ৩৬/১ গমিয়া পাড়ায় এক যুবক (৪২), ১১নং ওয়ার্ডে এক যুবক (২৮), ৫২ ফারাজী পাড়ায় এক পুরুষ (৫২), ৪৫ চান মেহের রোডে এক পুরুষ (৫৩), ১১/২ বিকে মেইন রোডে এক বৃদ্ধ , ৫/১, ধর্মসভা ক্রস রোডে এক বৃদ্ধ , আড়ংঘাটা মোড়লপাড়ায় এক নারী, মুজগুন্নি আবাসিকে এক পুরুষ, খুলনা মেডিকেলে আরও এক নারী, ২৯, টুটপাড়ায় সড়কে এক বৃদ্ধ, দৌলতপুরে পাবলায় এক পুরুষ, দেয়ানায় এক বৃদ্ধ ও যুবক, দেয়ানায় এক নারী, আঞ্জমান রোডে এক পুরুষ, একজন পুরুষ, একজন পুরুষ, রেলিগেটে দুই পুরুষ ।

দেয়ারায় এক মহিলা, লবনচারায় এক মহিলা, রুপসা খান মোহাম্মদপুর একজন, আইচগাতী দুইজন, দক্ষিণ খাজাডাঙ্গায় একজন, রাজাপুর রুপালী ব্যাংকের দুইজন, কালিমপুর একজন, তেরখাদার আতিয়া,জয়সেনা ও সদরে দুইজন পুরুষ, একজন মহিলা। কালিয়ার পুরুলিয়া ও জোকায় দুইজন। খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৮০০ জন এখন বেড়ে দাঁড়ালো ৯৪৬ জন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।