সোমবার (১৫ মে) খুলনার সর্বসাধারন জনতার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। তিনি জনগনের সার্বিক খোজখবর নেন এবং সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, জলবদ্ধতা খুলনা সিটির বড় একটি সমস্যা। শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থা নয়, সঠিক পরিকল্পনা করে তা বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যা দূর করা সম্ভব। যে সকল সরকারী খাল আছে তা দখলমুক্ত করতে হবে। আমাকে যদি খুলনার নগর পিতা করা হয় আমি কথা দিচ্ছি খুলনায় জলাবদ্ধতা নিরসনে আমি অগ্রনী ভূমিকা রাখবো।
তিনি আরও বলেন, আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তাহলে জনগনকে সাথে নিয়ে খুলনায় দুর্নীতিকে শক্ত হাতে দমন করবো। সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত নগরী হিসাবে গড়ে তুলবো।
এসময় মেয়র প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, আলহাজ্ব আবুল কাশেম, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, এস এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, আবুল কালাম আজাদ,আলহাজ্ব মারুফ হোসেন,হাফেজ খায়রুল ইসলাম, কাজী তোফায়েল হোসেন, যুবনেতা মুফতী আ.হ.ম আব্দুর রহমান মিয়াজী, আব্দুর রশিদ, মোস্তফা আল গালিব প্রমুখ।