বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ মঙ্গলবার (১৯এপ্রিল) অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১১টায় সোনাডাঙ্গাস্থ নবপল্লী কমিউনিটি সেন্টারে তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা থাকবেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্তজা, খান রবিউল ইসলাম রবি, মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। সভাপতিত্ব করবেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক কমিটির আহবায়ক কাজী মাহমুদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সদর থানার সাংগঠনিক কমিটির অঅহবায়ক আজিজুল হাসান দুলু। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মহানগর যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান ও শেখ সাদী।