খুলনা সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে খুলনা সদর থানা বিএনপির প্রস্তুতি সভা বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শেখ আবু সাইদ, শেখ মনিরুজ্জামান মনির, মাহাবুব উল্লাহ সামিম, মোল্লা মশিউর রহমান, মোঃ শফিকুল ইসলাম জলি, মোঃ সালাউদ্দীন মোল্লা (বুলবুল), গাজী আফসার উদ্দীন, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বায়েজিদ, মেশকাত আলী, মঞ্জুরুল আলম, মোঃ নাজমুস সাকিব, মোঃ সওগাতুল আলম ছগীর, মোঃ আমিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, শেখ সরোয়ার, জামির হোসেন দিপু, মো. মুরাদ হোসেন প্রমূখ।
সভায় আগামী ১০ ডিসেম্বর শহীদ হাদিস পার্কে সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসুচি গৃহিত হয়। সভা থেকে ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লার হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।