খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী পাজেরো গাড়িটির সঙ্গে একটি নসিমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর ) সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।এ সময় সিটি মেয়র তার গাড়িতেই ছিলেন। দুর্ঘটনায় গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মেয়র বা অন্য কেউ আহত হননি। নসিমনটিকে জব্দ করতে পারলেও নসিমনের চালককে আটক করতে পারেনি পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় মেয়রের গাড়ির সামনে হঠাৎ একটি নসিমন এসে থেমে যায়। এ সময় মেয়রের গাড়ির চালক গাড়ির গতি কমালে পেছন থেকে আরেকটি নসিমন এসে ধাক্কা দেয়।এতে গাড়ির পেছনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। তবে গাড়িতে থাকা মেয়র বা তার সংগীদের কেউই কোনো রকম আহত হননি। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় সিটি মেয়রের গাড়িটির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।দুর্ঘটনা পরবর্তী তাৎক্ষণিক নসিমনের চালক পালিয়ে গেলেও নসিমনটিকে জব্দ করা হয়েছে।খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে একটি নসিমন পেছন দিক থেকে এসে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও আমি সুস্থ আছি। সিটি মেয়র খুলনা থেকে ওই সময় খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় একটি উন্নয়ন কাজ পরিদর্শনে যাচ্ছিলেন।