খুলনা জেনারেল হাসপাতালসহ সিভিল সার্জনের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান আউট সোর্সিংয়ে কর্মরত ২১১ জন কর্মচারীর চাকরি রক্ষার দাবিতে আন্দোলনে নামছে ক্ষতিগ্রস্তরা। আজ রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এমনি ঘোষনা দিয়েছেন তারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ হাসিবুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শওকত হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, ২০১৯ সালের মে মাস থেকে ২১১ জন কর্মচারী আউট সোর্সিংয়ে নিয়োগ পান। প্রায় ১৩ মাস বেতনও পেয়েছে তারা। নিয়োগকালে প্রত্যেকেই দুই লাখ করে টাকাও উৎকোচ দিয়েছিলেন কর্মচারীরা। সংবাদ সম্মেলনে শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন। অবিলম্বে তাদের চাকরি স্থায়ীকরণ না হলে আন্দোলনে যাবার হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা।