চ্যানেল খুলনা ডেস্কঃ বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম -এর নেতৃত্বে সদর থানাধীন ৪ নং ফেরিঘাট ও কদমতলা বাজারে তদারকি করা হয়। মুড়ির কারখানা, হলুদ, শুকনো মচিরের কারখানা সহ পানি প্রক্রিয়াকরন প্রতিষ্ঠান তদারকি করে ২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অমান্য করায় প্রশাসনিক ব্যবস্থায় ৭০০০ টাকা জরিমানা করা হয়। সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করা হয়।
এছাড়া জি এম হেলাল উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়ায় খুলনা সেইফ এন্ড সেইভ নিউমার্কেট শাখাকে ৫০০০টা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
অভিযোগকারী খুলনা সেইফ এন্ড সেইভ নিউমার্কেট শাখা হতে set wet perfume ক্রয় করেন। যার মূল্য ১০০ টাকা, তবে সেইফ এন্ড সেইভ ১১০ টাকার ইস্টিকার লাগিয়ে বিক্রি করছে। এমন অভিযোগের প্রেক্ষিতে শুনানিতে সেইফ এন্ড সেইভ তাদের ভুল স্বিকার করায় ৫০০০টা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। আইন অনুযায়ি অভিযোগকারিকে জরিমানার ২৫% অর্থাৎ ১২৫০ টাকা দেয়া হয়। অভিযোগ নিস্পত্তি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শিকদার শাহীনুর আলম।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। খবর বিজ্ঞপ্তি