
খুলনা সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর তাসরিনা বেগমের স্বামী প্রয়াত অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বাদ মাগরিব সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সোসাইটির অসুস্থ সদস্য আজিজুল হাসান দুলু, ইসরাত আমিন সাবানা, ডা: চয়ন বিশ্বাস, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামানসহ অসুস্থ সকল সদস্য ও পরিবারের সকলের জন্য দোয়া করা হয়।
সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও মহাসচিব ইঞ্জি. সাব্বির হোসেন এর পরিচালনায় সভায় আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কাজী আইনুল মুন, আব্দুল জলিল সাগর, মো: জয়নাল ফরাজী, ইঞ্জি: আরিফুল ইসলাম, ড. মো: শাফায়েত হোসেন, এস এম মিশকাতুল ইসলাম, ইয়াফেস ইসতিহাদ দীপ, আমিনুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা ফায়জুল্লাহ।-খবর বিজ্ঞপ্তি