চ্যানেল খুলনা ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনার নেতৃবৃন্দ রবিবার সকাল ১১.৩০মি: খুলনা ০২-আসনের মাননীয় সংসদ সেখ সালাউদ্দিন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানান। এ
সময় খুলনা সহ দক্ষিন-পশ্চিমাঞ্চলের র্বতমান সরকারের ব্যাপক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সংসদ বলেন উন্নয়নের পাশা পাশাপাশি উন্নয়নের পথে বাধা দূর্নীতি-দখলবাজী- মাদক,সন্ত্রাসের বিরুদ্ধে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপস্তিত জাসদ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন,জাসদ খুলনা জেলা সভাপতি শেখ গোলাম মোর্তুজা,মহানগর সাধারন সম্পাদক আরিফুজ্বজামন মন্টু,চাঁন মিয়া,মহত সেখ সুজিত মোল্লিক,কবির হোসেন হাওরাদার,এ্যাড.রুনা লায়লা, রেহেনা
পারভীন,নাসিমা,নিলুফা ইয়াসমিন নিলু,ছাত্র নেতা তাজরিয়ান,হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি