সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা লাভ করা যায়: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা লাভ করা যায়: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা লাভ করা যায়। শারীরিকভাবে অসুস্থ থাকলে কর্মময় জীবন লাভ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যেমন খেলাধুলা পছন্দ করেন, তেমনি আগামী প্রজন্মকে খেলার প্রতি উৎসাহ দিতে তিনি নিজে মাঠে বসে খেলা উপভোগ করেন।

প্রতিমন্ত্রী শনিবার বিকালে খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, খেলায় জয় পরাজয় থাকবে। যারা বিদ্যালয় পর্যায়ের খেলায় জয় লাভ করেছে তারা আগামীতে ক্রীড়াক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় জয়লাভ করে দেশের মুখ উজ্জ্বল করবে। আর যারা পরাজিত হয়েছে তারাও চেষ্টার মাধ্যমে আগামীতে নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, আগের তুলনায় এখন শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া যাবেনা। সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী।

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মৃধা শরিফুজ্জামান জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী শাফায়েত হোসেন প্যারেট। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।