চ্যানেল খুলনা ডেস্কঃকুষ্টিয়ার খোকসার কমলাপুরে রাতের আঁধারে আরিফুল নামের এক কৃষকের শতাধিক কলাগাছসহ সবজির ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দিবাগত রাতের কোনো এক সময় এমন নৃশংস ঘটনা ঘটে। এদিকে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে বাকরুদ্ধ কৃষক আরিফুল।
জানা গেছে, উপজেলার কমলাপুর মোল্লাপাড়ার কৃষক আরিফুল ইসলাম রাজকুমার শিকদারের বাড়ির পুকুর পাড়ের প্রায় এক বিঘা জমি ইজারা নিয়ে তাতে শতাধিক কলাগাছ রোপণ করেছিল। সমন্বিত চাষের অংশ হিসেবে পাশাপাশি বেগুনের বীজতলা ও সবজির বাগান করেছিল।
ক্ষতিগ্রস্ত কৃষক আরিফুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, আমার সঙ্গে তেমন কারো শত্রুতা নাই। এখানকার মানুষকে আমি ক্ষেতের শাক-সবজিও দিতাম। কিন্ত আমার এত বড় ক্ষতি করল কে, সেটাই আমি বুঝতে পারছিনা।