ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে পুলিশী বর্বরতার শিকার হয়ে জাতীয়তাবাদে বিশ্বাসী অসংখ্য নেতাকর্মী অকালে প্রাণ হারিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে তাদের অসমাপ্ত কাজকে পরিপূর্ণতা দিতে হবে।
খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল শুক্রবার খুলনায় অনুষ্ঠিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহীন তালুকদার এবং মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন স্মরণে খালিশপুর থানা বিএনপি এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রকিবুল ইসলাম বকুল বলেন, দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তি ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করে একটি অবৈধ অনির্বাচিত স্বৈরশাসকের ওপর জাতিকে শাসনের ভার তুলে দিয়েছে। তাদের অপশাসন-দু:শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি রাজনৈতিক কর্মীকে নানাভাবে নাজেহাল হতে হয়েছে।
বিকেলে খালিশপুর নিউজপ্রিন্ট মিল গেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম জিয়া। বিপ্লবুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান,সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম, সৈয়দ রেহানা ঈসা, সাবেক মহিলা কাউন্সিলর আনজিরা খাতুন,জাহিদুর রহমান,শেখ সাদী, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, নাজমুল হুদা চৌধুরী সাগর, রবিউল ইসলাম রুবেল,একরামুল হক হেলাল, ফারুক হিল্টন, আরিফ ইমতিয়াজ খান তুহিন, নিশাত জামান, রোবায়েত হোসেন বাবু,কাজী মিজানুর রহমান, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, খোদাবক্স কোরাইশী কাল্লু, মশিউর রহমান খোকন, মোঃ জাহিদুল হোসেন, রফিকুল ইসলাম রফিক, গোলাম মোস্তফা ভূট্টো, সেলিম কাজী,সাইফুল ইসলাম সান্টু, মাহাবুব হাসান বাবুল,গাজী সালাউদ্দিন,গোলাম জুলকার নাঈম,ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, সত্যানন্দ দত্ত,আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মো: তাজিম বিশ্বাস ,রসিউর রহমান রুবেল,সাখাওয়াত হোসেন,মোঃ রাজীব খাঁন,গাজী হারুনর রশিদ প্রমুখ।